নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৮, ৩ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে রোববার (৩ আগস্ট) সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত ডকুমেন্টারি প্রদর্শনীতে শিক্ষর্থীদের জুলাই আন্দোলনের এর শুরুর প্রেক্ষাপট দেখানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ পাটোয়ারী, শিষ্কি মনিজা পারুল, শাহাদাৎ  হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুক্তাদির হোসেন হৃদয়, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও ফাইন্যান্স কমিটি প্রধান মীর ছিবগাতুল্লাহ ত্বকি, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র মুনতাসির সামি,  মাহমুদুল হাসান উদয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক তাকবির আমান, সাবেক মহানগর সদস্য ইমন ও আলিম,  থানা প্রতিনিধি  নাবিল দেওয়ান, সিয়াম, নাছির, ফাহিম, নিরব,  লাবিব ও রোমান সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ  পাটোয়ারী , শিক্ষক মনিজা পারুল, শাহাদাৎ হোসেন, তৈবুর রহমান, স্কুলের সাবেক ছাত্র মীর ছিবগাতুল্লাহ ত্বকী, মুক্তাদির হোসেন হৃদয় এবং মেহরাব হোসেন প্রভাত। 

উক্ত প্রোগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করা হয়। এবং বাংলাদেশ বিনির্মাণে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করার আহবান জানানো হয়।
 

সম্পর্কিত বিষয়: