
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠানে জুতা পায়ে উঠে নেতাদের বক্তব্য দিতে দেখা যায়। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বিষয়টি অনুষ্ঠানের আয়োজদের দৃষ্টি গোচর হয়। পরে নেতৃবৃন্দদের বিষয়টি জানালে তারা জুতা খুলে রাখেন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে। চাষাড়ায় বেন্দ্রীয় শহীদ মিনারে ‘সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ হোন: রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন ও গুলি-হত্যা বন্ধ কর’ শিরোনামে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ চলাকালে জেএসডির সাংগঠনিক সম্পাদক মিজানুর রশীদ চৌধুরী, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমানকে জুতা পায়ে শহীদ বেদীতে উঠে বক্তব্য রাখেন। এ ছাড়া আরও কয়েকজন সিনিয়র নেতাও জুতা পায়ে বক্তব্য রাখেন।
এ সমাবেশে উপস্থিত রয়েছেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জেএসডি) আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।