নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

বিএনপি নেতা রাজিবের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪১, ২০ আগস্ট ২০২৪

বিএনপি নেতা রাজিবের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক  সভাপতি ভিপি মাশুকুল ইসলাম রাজিব পিতা প্রয়াত ফারুক আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) বাদ আছর শহরের মিশনপাড়া এলাকায় মাশুকুল ইসলাম রাজিবের বাসভবনে পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকায় সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ( ২০ আগস্ট ) বিকেলে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আনুমানিক সন্ধা পৌণে ৭টার সময় ইন্তেকাল করেন মাশুকুল ইসলাম রাজীবের পিতা ফারুক আহমেদ।