নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

চাষাঢ়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১০, ১৬ জুন ২০২৫

চাষাঢ়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়ক থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অপর পাশে অবস্থিত পেট্রোল পাম্পের সামনে সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এ সময় লাশের গায়ে বেশ কিছু ক্ষতের চিহ্ন দেখা গেছে। লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এর আগে ভোরে সড়কে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আমরা চাষাঢ়া এলাকা থেকে একটি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। লাশটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। পরিচয় শনাক্ত করে লাশটিকে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।

সম্পর্কিত বিষয়: