নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৫ আগস্ট ২০২৫

জুলাই, আগস্টে নিহত শহীদদের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৩, ৪ আগস্ট ২০২৫

জুলাই, আগস্টে নিহত শহীদদের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

নারায়ণগঞ্জে এই প্রথম জুলাই-আগস্টে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নিহত যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রতিটি সমাধি মার্বেল পাথর দিয়ে নামকরণ এবং বাঁধাই করে রাখা হবে।

সোমবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগর ভবনে আলোচনা সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরআগে সগর ভবন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়। 

এ এইচ এম কামরুজ্জামান তার বক্তব্যে আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেবামূলক একটি প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের কাছে সকলের প্রত্যাশা অনেক। আমরা অঙ্গীকার করতে চাই এই সেবামূলক প্রতিষ্ঠানকে বৈষম্যহীন নাগরিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা,গণসংঘতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন সহ আরো অনেকেই। 
এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা ও স্কুল-কলেজের শিক্ষার্থীগণ।