
শহরের গাবতলী কাপড়পট্টিতে মাদকসেবনে বাঁধা দেওয়ায় যুবদল নেতা আশরাফুল হক তান্নাকে কুঁপিয়েছে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন। গাবতলী কাপরের পট্টি রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
তান্না জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি শহরের খানপুর মেইন রোড ডনচেম্বার এলাকার ইকরামুল হকের ছেলে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী।
ঘটনার সূত্রে জানা গেছে, গাবতলী কাপড় পট্টি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী রকি (৩৪) এবং একই এলাকার কামালের ছেলে উৎস (২৮) দীর্ঘদিন যাবৎ বাদীর ভাড়াটিয়া বাড়িতে যেয়ে ভাড়াটিয়াদের বের করে দিয়ে মাদক সেবন করে।
বিষয়টি জানতে পেরে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে তান্না তার ভাড়াটিয়া বাড়িতে যেয়ে দেখতে পান অভিযুক্তরা মাদক সেবন করছে। এসময় তাদের বাধা প্রদান করলে অভিযুক্তরা বাসা ছেড়ে চলে গেলেও কিছুক্ষন পর ১০/১৫ জন পূনরায় দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তান্নার ওপর হামলা করে।
এক পর্যায়ের সন্ত্রাসী রকি এবং উৎস ধারালো চাকু দিয়ে তান্নার মাধায় কোপ দিলে সেটি তার গালেন ডান পাশে লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তান্নাকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা বলেন, মহল্লার অনেক ছেলেরা মাদকে জড়িত। এর মধ্যে রকি ও উৎস প্রকাশ্যেই মাদক সেবন করে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ইতিপূর্বে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় মাদকের চালান নিয়ে গ্রেফতার হয়েছে এই রকি ও উৎস।