নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

জেলা প্রশাসন আয়োজিত ফটো কন্টেস্টের ফলাফল ১৩ জুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:০১, ৯ জুন ২০২১

জেলা প্রশাসন আয়োজিত ফটো কন্টেস্টের ফলাফল ১৩ জুন

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ফটো কন্টেস্টের চূড়ান্ত ফলাফল আগামী ১৩ জুন প্রকাশিত হবে। কোভিড প্রটোকল মেনে সীমিত আকারে ও স্বল্পসংখ্যক ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেল ৩ টায় এ ফলাফল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এ ছাড়াও  এছাড়াও জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর ওয়েবসাইট (www.narayanganj.gov.bd) এ ফলাফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (৮ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ট্যুরিস্ট ফটো অ্যালবামটির মোড়ক উন্মোচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।


উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত “নারায়ণগঞ্জ ফ্রেমিং- একটি ট্যুরিস্ট ফটো অ্যালবাম” প্রকাশের নিমিত্তে এ ফটো কন্টেস্টটির আয়োজন করা হয়। ফটো কন্টেস্টটি সর্বসাধারনের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়। 
 

সম্পর্কিত বিষয়: