নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

তুচ্ছ ঘটনায় সাংবাদিক তাহেরের উপর হামলা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:১২, ৩ ডিসেম্বর ২০২১

তুচ্ছ ঘটনায় সাংবাদিক তাহেরের উপর হামলা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ নগরীরর চাষাঢ়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক তাহের (৫২) কে গণপিটুনী দিয়েছে ফুটপাতের হকাররা।  এসময় মার্কেটের মালিকরাও তাকে মারধর করে বলে জানিয়েছেন আহত তারে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সড়কের সায়েম প্লাাজার সামনে এ ঘটনা ঘটে।  আহত তাহের হোসেন অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ আপডেটের প্রকাশক ও সম্পাদক।


এ ঘটনায় আহত সাংবাদিক তাহের হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে সদর মডেল থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন৷


সাংবাদিক তাহের হোসেন দাবী করেন, তিনি সায়েম প্লাজার সামনের ফুটপাতে এক হকারের সাথে পাটি কেনার জন্য দরদাম করছিলেন সাংবাদিক তাহের হোসেন৷ দাম বেশি চাওয়াতে হকারকে দাম কমিয়ে রাখতে বলেন তিনি৷ 


এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই হকার৷ তর্কবতর্কের এক পর্যায়ে ওই হকারসহ সায়াম প্লাজার মার্কেট কমিটির সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আলমগীরসহ অন্তত ১৫-২০ জন মিলে সাংবাদিক তাহের হোসেনকে মারধর করে৷ মার্কেটের নিচতলার টাইম ওয়ার্ল্ড অপটিক্যাল নামে ঘড়ির দোকানের ভেতর নিয়ে কিল-ঘুষি দিয়ে মারধর করে তাকে৷ এ সময় দেড় ভরির একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা৷

তবে হকার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে হকারদের সাথে তাফালিং করে তাহের নামে এই লোক। তাকে থামানোর চেষ্টা করা হয় বার বার। কিন্তু সে হকারদের বিশ্রি ভাষায় গালমন্দ করে এবং মারতে এগিয়ে যায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে সবাই মিলে তাকে গণপিটুনী দেয়া হয়। তাছাড়া সে যদি  অন্যায় না করতো তাহলে কি মার্কেটের মালিকরা তাকে পিটাতো? সে তার ব্যবহারের জন্য গণপিটুনী খেয়েছে। আমরাও ঘটনার সঠিক তদন্ত চাই। 


সাংবাদিক তাহের উপর হামলার বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি ৷  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে৷