নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ২জনের মৃত্যু, আক্রান্ত ২৮১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৪:৩০, ২২ জুলাই ২০২১

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ২জনের মৃত্যু, আক্রান্ত ২৮১

মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামন বেড়েই চলেছে নারায়ণগঞ্জে।  গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২ জনের সৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সোনারগাঁও এবং একজন নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৪২ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৭১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্র্রান্ত হয়েছে ২৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ হাজার ৭৯৬ জনে।


এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৩৮৮ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩২৯ জনের।


বুধবার (২১ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১২১ জন ও আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন, সদরে মারা গেছেন ৪৭ জন ও আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬২২ জন, বন্দরে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৪  জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৯জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৫ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭২ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮১ জন।


উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।