নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ জুন ২০২৫

সিদ্ধিরগঞ্জে ডি.কেজি.এ’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৭, ৩০ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ডি.কেজি.এ’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ডি.কেজি.এ) কর্তৃক নার্সারী থেকে নবম শ্রেণি পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (৩০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা পুপুলার হাই স্কুলে বেসরকারী ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী বেসরকারী এই বৃত্তিতে স্বর্তস্ফুতভাবে অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে সাড়ে ১২টা ও দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলে।


বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় প্রধান অতিথি হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. ডব্লিউ, উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোশাররফ হোসেন। হল পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক, শিক্ষা সচিব (ডি.কেজি.এ)। 


উক্ত বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। হল সুপারের দায়িত্বে ছিলেন, শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন ঢালী। দীর্ঘদিন পর পরীক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পরীক্ষা দেয় ছাত্র-ছাত্রীরা। 


অভিভাবকদের সাথে আলাপকালে তারা জানান, বিগত কয়েক বছর ধরে সরকারীভাবে বিভিন্ন পরীক্ষা থেকে ছাত্র-ছাত্রী বঞ্চিত।  এহেন পরিস্থিতিতে (ডি.কেজি.এ) কর্তৃত দেশব্যাপী  আয়োজিত বৃত্তি পরীক্ষার ভূয়সী প্রশংসা করেন। অভিভাবকগন বলেন যত বেশি পরীক্ষা হবে ততো বেশি ছাত্র-ছাত্রীরা পড়ালেখায় মনযোগী হবে। বৃত্তি পরীক্ষা চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত পরামর্শ প্রদান ও তদারকি করে সুন্দর একটি সমাপ্তি উপহার দেয় (ডি.কেজি.এ) এর মহাসচিব জনাব মোঃ মুজিবুর রহমান।
 

সম্পর্কিত বিষয়: