নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

শুধু উচ্চ শিক্ষিত নয়, ভালো মানুষ হতে হবে : ইউএনও সাইফুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শুধু উচ্চ শিক্ষিত নয়, ভালো মানুষ হতে হবে : ইউএনও সাইফুল

লেখাপড়া করে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া নয় বরং শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে বলেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম।

উপজেলার জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 অনুষ্ঠানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ হোসেন মোল্লা, ব্যবসায়ী মাসুদ বাবুল, হাবিবুর রহমান বাবুল।

ভাষার মাস ফেব্রুয়ারিকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের দেশাত্মবোধক যৌথ গান, নৃত্য পরিবেশন শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।