নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ মার্চ ২০২৫

নবীগঞ্জ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নবীগঞ্জ স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবীর বরণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৬ ফেব্রুয়ারি সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের বিদায়, ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ, নবীর বরণ ও মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।   

নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইফফাত আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য সুমন, সাবেক সদস্য সবুজ ও নিলুফা।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

সম্পর্কিত বিষয়: