নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ জুলাই ২০২৫

সানারপাড় স্কুলে জাতীয় শোক দিবস পালিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৩৮, ১৬ আগস্ট ২০২১

সানারপাড় স্কুলে জাতীয় শোক দিবস পালিত

সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রোববার (১৫ আগষ্ট) সকালে স্কুলের অডিটরিয়াম হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

জাতীয় শোক দিবস ও বিনম্র শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬’তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়। স্কুলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ শোক দিবস পালন করা হয়। 

 

সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের শিক্ষাঅনুরাগী হাজী মো. ফারুকুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামিম আহসান, সহকারী প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।