
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানার উদ্যোগে কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন আমাদেরকে দায়িত্বশীল হিসেবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে।
প্রতিটি কেন্দ্রের দায়িত্বশীলদের মধ্যে সুসমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও দ্বীন প্রতিষ্ঠার অঙ্গীকার থাকতে হবে। একমাত্র ইসলামী আন্দোলনই পারে দেশের সার্বিক পরিবর্তন আনতে। এজন্য প্রতিটি দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেম এর সভাপতিত্বে প্রগ্রামে আরও উপস্তিত ছিলেন জেলা শুরা সদস্য ও ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক নোমানী, নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল ও থানা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ এমরান, পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় আরও বক্তব্য রাখেন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।