আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন ফুটবল প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক গ্রহণের পর তিনি নেতাকর্মীদের নিয়ে বন্দর নবীগঞ্জ কদম রসুল দরগা শরিফে এসে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদ হোসেন বলেন, 'আজ আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছি। এই প্রতিক জনগনের আস্থার প্রতিক।
আশা আকাঙ্খার ও উন্নয়নের প্রতিক। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বরাবরই আপনাদের পাশে থেকে জনকল্যানে কাজ করেছি। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।
এ সময় দোয়ায় অংশ নেন বন্দর ও সদরের শতাধিক নেতা কর্মী সমর্থক বৃন্দ।


































