নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৫, ২১ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিদ্ধিরগঞ্জের একটি মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত তাকে একইসাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হক আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত যুবক হিরো মণ্ডল ওরফে হিরো আলম (৪০) জেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ মন্ডলের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর সানারপাড় এলাকা থেকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ হিরো মন্ডলকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় আদালত সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা দেন।