নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৯ মে ২০২৫

না’গঞ্জ আদালতের বিচারকের স্বাক্ষর জালিয়াতি, আইনজীবীর সহকারী আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৪, ২৬ মে ২০২৫

না’গঞ্জ আদালতের বিচারকের স্বাক্ষর জালিয়াতি, আইনজীবীর সহকারী আটক

নারায়ণগঞ্জে আদালতের একজন বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগ উঠেছে এক আইনজীবীর সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২৬ মে) দুপুরে সিয়াম আহমেদ নামের একজন আইনজীবী সহকারীকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মো. রুবেল ভূঁইয়ার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে রুবেল ভূঁইয়া আইনজীবীর সহকারী সিয়াম আহমেদের কাছে গেলে তিনি বিচারকের স্বাক্ষর জাল করে একটি ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ তৈরি করে রুবেলকে সরবরাহ করেন।

এদিকে, ওই মামলায় রোববার রাতে রূপগঞ্জ থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করলে তার স্বজনরা আদালতের কথিত আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে কোর্ট পুলিশের পরিদর্শক ভুয়া কাগজপত্রের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “কয়েক মাস ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল যে, কিছু ব্যক্তি বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরি করছে। রোববার রাতেও এমন একটি পরোয়ানা ফেরতের কাগজ আমাদের হাতে আসে, যা আমাদের সন্দেহ হয়।”

তিনি আরও বলেন, “আমরা অনুসন্ধানে জানতে পারি, অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ এই কাজটির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে। আমরা তাকে নজরদারিতে রেখেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

নিজের সহকারী সম্পর্কে অ্যাডভোকেট ধীরেন সরকার বলেন, “সিয়াম আহমেদ আমার সহকারী ছিল। তবে তার এই জালিয়াতির বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি তাকে আর সহকারী হিসেবে রাখছি না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হামিদুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এখন আইন তার নিজস্ব প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন বলেন, “সিয়াম আহমেদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পেয়েছি।

আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যিনি তার আইনজীবী ছিলেন, তাকেও সতর্ক করেছি। অভিযুক্ত সহকারীকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।”
 

সম্পর্কিত বিষয়: