নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১০ জুলাই ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সাথে আইনজীবী ও সরকারি কৌঁসুলিদের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৮, ৯ জুলাই ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সাথে আইনজীবী ও সরকারি কৌঁসুলিদের মতবিনিময় সভা

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এবং জেলার সকল সরকারি কৌঁসুলি আইনজীবী ও পাবলিক প্রসিকিউটরগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ জুলাই) বিকেল তৃতীয় তলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় আইন পেশার বিভিন্ন দিক এবং বিচার বিভাগের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও বিচার বিভাগের বিভিন্ন সমস্যা এবং তাদের সমাধানে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। 

বিশেষ করে, অ্যাটর্নি জেনারেল সভায় আইনজীবী ও বিচার বিভাগের বিভিন্ন স্তরে বিদ্যমান সমস্যাগুলো শুনেন এবং এগুলোর সমাধানে আশ্বাস দেন। তিনি আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন।

এই মতবিনিময় সভা থেকে আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলের দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন এবং ভবিষ্যতে বিচার বিভাগের উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো: রবিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান, সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. সাইফুল ইসলাম রতন, এড. আল আমিন সিদ্দিকী আগুন, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)  এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আদালতের (জিপি) এড. খন্দকার আবুল কালাম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লাসহ বিজ্ঞ বিচারক ও আইনজীবীগণ।
 

সম্পর্কিত বিষয়: