দূর গগনে উঠিলো চাঁদ
ঈদের বার্তা নিয়ে
ধনী গরীর এক কাতারে
উঠবে মেতে ঈদ আনন্দে।
যে অনাথ ছেলেটি
পায়নি নতুন জামা
মুখে তুলেনি অন্ন
হাসি কান্নায় কাটবে
তার ঈদ আনন্দ।
উচ্চ বিত্তের উচ্চ বিলাসিতা
নানা রঙের সাজ
বাহারি খাদ্য টেবিল ভরা
তার ঈদ অন্য এক ভাব।
ঈদ মানে ভ্রাতিত্বের বন্ধন
আনন্দের ভাগাভাগি
তবে কেন এমন ব্যবধান
আমরা কি তা ভাবি।
তুমি আমি আমরা সবাই
এসো একটু ভাবি
গরীর অনাথ তারাও মানুষ
আমরা তাদের পাশে থাকি।


































