নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১১ পদে ২২ জন লড়ছেন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:৫৪, ১১ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১১ পদে ২২ জন লড়ছেন

আগামী ১৩ জানুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির নির্বাচন ২০২২-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ১১টি দুটি প্যানেল থেকে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দীপু-জীবন প্যানেল থেকে সভাপতি পদে আরিফ আলম দীপু (সম্পাদক, দৈনিক শীতলক্ষা), সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিন), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম জীবন (জেলা প্রতিনিধি, নিউএইজ), যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক (স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল ( জেলা প্রতিনিধি, মাছরাঙ্গা টেলিভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন (স্টাফ রিপোর্টার, আমাদের সময়)। কার্যকরী সদস্য পদে আব্দুস সালাম (জেলা প্রতিনিধি, এটিএন বাংলা), আবু সাউদ মাসুদ (সম্পাদক, দৈনিক সোজা সাপটা), এ কে এম মাহফুজুর রহমান (সিনিয়র সাংবাদিক), আফজাল হোসেন পন্টি ( জেলা প্রতিনিধি, বাংলাভিশন), আবু আল আমিন খান মিঠু (নিজস্ব প্রতিবেদক, দৈনিক কালবেলা)।


অপরদিকে খন্দকার শাহআলম ও রফিকুল ইসলাম রফিক প্যানেলে সভাপতি পদে খন্দকার শাহ আলম (সিনিয়র স্টাফ রিপোর্টার, সিএনএন বাংলা), সহসভাপতি পদে মাসুমুজ্জামান (জেলা প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (জেলা প্রতিনিধি,  বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে হাসান আরিফ (সিনিয়র সাংবাদিক বিজনেস পোস্ট), কোষাধ্যক্ষ পদে ইউসুফ আলী এটম (সিনিয়র রিপোর্টার, দৈনিক স্বধীনভাষা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দীপক কান্তি ভৌমিক (বার্তা সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ)। কার্যকরি সদস্য পদে হালিম আজাদ (সিনিয়র সাংবাদিক), মাহবুবুর রহমান মাসুম (সম্পাদক, দৈনিক খবরের পাতা), পুলক হাসান (সহ-সম্পাদক, দৈনিক সংবাদ), আসিফুজ্জামান (সহ-সম্পাদক, দৈনিক সমকাল), আমির হোসাইন স্মিথ (সিনিয়র স্টাফ রিপোর্টার, যুমনা টিভি)।


শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার ভোটার সংখ্যা ৬৯ জন।


প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কমিশনার বিশিষ্ট ব্যবসায়ি প্রবীর সাহা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু।
 

সম্পর্কিত বিষয়: