নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪১, ৪ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিদ্ধিরগঞ্জে অনাড়ম্বর পরিবেশে দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৪ টায় শিমরাইল মোড় প্রিয়ম টাওয়ারের তৃতীয় তলায় তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভা ও কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়।

পত্রিকাটির সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. সোহেল রহমানের সভাপতিত্বে ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।

বক্তারা পত্রিকার সফলতা কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্ধিক, পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান, হাইওয়ে পুলিশের শিমরাইল কম্পের ইনচার্জ টিআই একে.এম শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, শিল্পপতি আলহাজ্ব চাঁন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন খোকা, নারায়ণগঞ্জ মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিপাত আল রহমান লিংকন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শিচতি শিপলু, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.আব্দুল কাইয়ুম, মোহনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলাম, আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক নিউন্যাশান পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট মনির হোসেন, কালের কন্ঠের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নূর, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আফজার উদ্দিন শাহিন, বাংলা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নূরুজ্জামান কাউসার, সময়ের আলো পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, নবচেতনার নারায়ণগঞ্জ প্রতিনিধি আল-আমিন, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তন্বয়, আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ প্রতিনিধি অপু রহমান, রূপালী বাংলাদেশ এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রিপন মাহমুদ আকাশ, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন হৃদয়, বিজনেজ বাংলাদেশ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি এসকে মাসুদ রানা, ঢাকা টাইমস্ এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, দেশ বর্তমানের নারায়ণগঞ্জ প্রতিনিধি, জনবাণী পত্রিকার নিজস্ব প্রতিবেদক নাদিম হোসেন, আহসানুল হাবিব সোহাগ, সাংবাদিক শাহাদাত, সোহেল রানা, তোফাজ্জল,গাজী সোহেল ও মোতাহারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।