নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ওসি তরিকুল’র মতবিনিময়

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০১, ২১ সেপ্টেম্বর ২০২৪

বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ওসি তরিকুল’র মতবিনিময়

বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম। শনিবার (২১ সেপ্টম্বর) দুপুর ২টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের  পর থেকে দেশের শান্তি প্রিয় মানুষ অনুবাদন করেছে পুলিশের প্রয়োজনিয়তা কি। নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা রক্ষা কাজে পুলিশের একাপক্ষে সম্ভব না। আমি বন্দর প্রেসক্লাবের গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি।

বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম. মাসুদ, উপদেষ্টা মোঃ আতাউর রহমান ও মোঃ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ- সভাপতি মেহেবুব মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ- সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন ও ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু, বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাজী নাসির উদ্দিন,  মাহফুজুল আলম জাহিদ, প্রেসক্লাবের স্থায়ী সদস্য কাজী সাঈদ, লতিফ রানা, মোঃ ইকবাল হোসেন প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানার সেকেন্ড অফিসার মোঃ হাফিজুর রহমান প্রমুখ।