
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
প্রয়াত গিয়াসউদ্দিন আহমেদ দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার ( ৯ জুন) ভোর সাড়ে ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।
দুপুরে ঢাকা ডিওএইচএস-এ প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বাদ আছর সিদ্ধিরগঞ্জস্থ আদমজী এম ডব্লিউ কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে আদমজী কবরস্থান কমপ্লেক্সে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।