নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সুমন মাহবুবের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত:১৮:৩৯, ১০ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সুমন মাহবুবের ইন্তেকাল

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক দিনকালে ঢাকায় কর্মরত সাংবাদিক মাহবুব উল আলম সুমন (কবি সুমন মাহবুব) শনিবার (৯ নভেম্বর) রাত ১১ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক ও কিডনী জটিলতায় শয্যাশায়ী ছিলেন। গতকাল রবিবার বাদ জোহর নগরীর চাঁনমারী জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহ নগরীর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) দাফন করা হয়।


তাঁর মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক শোকবার্তায় তিনি বলেন, মাহবুব উল আলম সুমন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনে ছিলেন আপোষহীন। তারঁ রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও তাঁর আত্বীয়স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।


মরহুমের জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, স্থায়ী সদস্য সাইদুর রহমান, নাহিদ আজাদ, মনির হোসেন, আনিস উর রহমান আনিস ও ইউসুফ আলী এটম প্রমুখ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।


মাহবুব উল আলম সুমনের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন। 


মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী ও একমাত্র পুত্র রাকিবুল ফিরোজ (রাতুল) এবং আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন।

সম্পর্কিত বিষয়: