নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন এড. আমিনুল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৬, ৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন এড. আমিনুল 

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির (বিবিএস) কেন্দ্রীয় কমিটির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামের এড. আমিনুল হক ভূঁইয়াকে সদস্য করা হয়েছে।

গত ২৯ শে অক্টোবর বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এড. এখলাছউদ্দিন ভূঁইয়া প্রফেসর মো. নুরুল ইসলাম ভূঁইয়া ও নজরুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।

আহবায়ক কমিটিতে এড. আমিনুল হক ভূঁইয়াকে সদস্য করায় সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ এবং বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান আহবায়ক বিরেড ফারুক হোসেন রাজডা ভূঁইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন আড়াইহাজার উপজেলা নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) একটি অরাজনৈতিক জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ একটি প্রগতিশীল সমাজ সেবামূলক সংগঠন হিসেবে দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছে।
 

সম্পর্কিত বিষয়: