নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪১, ২৮ ডিসেম্বর ২০২৪

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে  জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের মিডিয়া কমপ্লেক্সে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুর রশীদ শাইন এর সভাপতিত্বে জাতীয় মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় মহাসমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও একই সংগঠেনর সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম প্রমুখ।

জাতীয় মহাসমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাসেল ইসলাম জীবন ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য মোঃ লিটন মিয়া গাজী ও দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ মাহামুদ আলমসহ জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: