নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর মাসিক বৈঠক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:০৬, ৮ মার্চ ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর মাসিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর ৭ মার্চ শুক্রবার সকালে শহরের চাষাঢ়া  মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক  সোলাইমান হোসাইন মুন্না সঞ্চালনায় বৈঠকের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণ  পরিচালক জনাব নুরুল আমিন। 

এসময় তিনি বলেন আমাদেরকে আত্বগঠনে মনোনিবেশ করতে হবে, অসহায় শ্রমজীবীদের পাশে থাকতে হবে, ঈদকে সামনে রেখে বিভিন্ন  প্রতিষ্ঠান শ্রমিকের বেতন ভাতা নিয়ে অমানবিক আচরণ  না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মালিক শ্রমিকের ভেদাভেদ ভুলে আল্লাহর নৈকট্য লাভের মধ্যে দিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে হবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো: আব্দুল্লাহ  ফাইসূল সহ বিভিন্ন পর্যায়ের মহানগর ও থানা নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: