নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ জুন ২০২৫

আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৭, ১২ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আড়াইহাজারে সাপের কামড়ে তামিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে বাড়ির পাশের ডোবার সামনে খেলা করতে গেলে পাশের গোয়াল ঘর থেকে একটি সাপ এসে তাকে কামড়ায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম একই গ্রামের দাউদুর রহমানের ছেলে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।