কৃষি ও প্রযুক্তিতে পরবর্তী প্রজন্মকে সবুজ, নিরাপদ, পুষ্টিকর এবং স্মার্ট খাদ্য নিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমি ভবন এ অনুষ্ঠান আয়োজন করে অলিম্পিয়াড কতৃপক্ষ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন শেখ মোঃ মামুনুর রশীদ, ইউএনও, আড়াইহাজার উপজেলা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোরশেদ রেহেনা পারভীন,অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াইহাজার নারায়ণগঞ্জ। আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আব্দুল কাদির, মূখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
এসময় অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর রায়হান চৌধুরী সাফা ও নারায়ণগঞ্জ জেলার এসিস্ট্যান্ট টিম ম্যানেজার জাকিয়া ইসলাম, টিম লিডার রিজওয়ানা জান্নাত নিসা, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ মাহমুদ হাসান সরকার, মো: আবরার শাহরিয়ার নাবিল, হাফসা আক্তার, মাহামুদা আক্তার মিতু, রাশেদ জামান, ফাহাদ হাসান সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ের পর্বে অংশগ্রহণ করবে।
আয়োজকরা জানান, এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, পুষ্টিবিষয়ে উৎসাহ তৈরি এবং ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা।


































