বন্দরে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি জুয়েল বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়িসোনাকান্দা এলাকার শফিউল্লাহ মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে রোববার (৩ নভেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বন্দর থানার নবীগঞ্জ রেললাইনস্থ গাউসুল আজম জামে মসজিদের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক আসাদুজ্জামান তালুকদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলার রুজু করেছে। যার মামলা নং ৩(১২)২৩।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিল।