নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৩নং ওয়ার্ড বিএনপির দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৩, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৩নং ওয়ার্ড বিএনপির দোয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বন্দরের কদম রসুল দরগায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর ২৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বন্দর থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আরো উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, ২৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ জামান, সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা শরীফ ফকির, আব্দুল হালিম, মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালিত হয়।