আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৫ উপলক্ষে বন্দরে র্যালি, আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ে জয়ছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে র্যালি শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বন্দর উপজেলার অদম্য নারী আনোয়ারা বেলি, কোহিনুর আক্তার শানু ও শান্তনা আক্তার শান্তাকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতি বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের নবগত নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন,নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আজ বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। এ উপলব্ধি থেকে বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তারে বিরাট সাহসী ভূমিকা পালন করেন। বেগম রোকেয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে । সময়ের সাথে নারীদের এগিয়ে যাওয়া ছাড়া কোন বিকল্প নাই।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতি, প্রানী সম্পাদ অফিসার ডা. আশ্রাফুল আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও নারী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা ।


































