বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১৬০০ পিছ ট্যাবলেট ও ৩ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান কালে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো ২ মাদক কারবারি।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সুদূর ফেনী জেলার ছাগল নাইয়া থানার মোচ্ছাদীবাড়ি দূর্গাপুর সিংহনগর এলাকার সুনীল চন্দ্র দাসের ছেলে রাখাল চন্দ্র দাস(৫৮), বন্দর থানার ২০ নং ওয়ার্ড মাহমুদনগর কলাবাগান এলাকার মোহাম্মদ আলীর ছেলে রাজিব(৩৫) ও মদনপুর ইউনিয়ন বাগদোবাড়িয়া ভূইয়া বাড়ি এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে জাবের হোসেন(২৫)।
বন্দরে পৃথক স্থান থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপ পরিদর্শক খ-সার্কেল আব্দুস সাত্তার,মদনগঞ্জ ফাঁড়ীর ইনচার্জ মিলন চন্দ্র বর্মন ও জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এস আই রুবেল বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেন। যার মামলা নং ১১(৯)২৬ইং,১২(৯)২৬ইং ও ১৩(৯)২৬ইং।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৯ জানুয়ারী) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে,৬ জানয়ারী দিবাগত রাত ২ টায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স বন্দর থানার শ্রীরামপুর ব্রিক ফিল্ডের সামনে অভিযান চালিয়ে ১৬০০ পিছ ইয়াবাসহ জাকের নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শ্রী আলমগীর ও শ্রী কমল কৌশলে পালিয়ে যায়।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপ পরিদর্শক খ সার্কেল আব্দুস সাত্তারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার ৮ জানুয়ারী রাত সোয়া ২টায় বন্দর থানাধীন মদনপুরস্থ রাফী ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর ফেনী থেকে ঢাকা যাত্রাবাড়ী গামী একুশে পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫-৯৩৬৭ তল্লাশী চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রাখাল চন্দ্র দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও মদনগঞ্জ ফাঁড়ীর উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ বেদেপট্রি এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রয়কালে ৩শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজিবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।


































