বন্দরে সেতু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সেতু বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। শনিবার ভোর সোয়া ৫টায় বন্দর থানার দেউলী কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতকে একই দিন দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়. তাওহিদ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারী) বিকেল ৫টায় থানার আমিরাবাদ বটতলা বালুর মাঠস্থ কাঁশবন থেকে তাওহীদের গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, তাওহীদ হত্যকান্ডের সন্দেহে সেতু নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।


































