নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

ফতুল্লায় ফকির এ্যাপারেলসের সিকিউরিটি ইনচার্জ আটক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৪:১৩, ৩০ মে ২০২২

ফতুল্লায় ফকির এ্যাপারেলসের সিকিউরিটি ইনচার্জ আটক

ফতুল্লার বিসিকস্থ ফকির এ্যাপারেলস লিমিটেড নামক পোষাক তৈরি কারখানার সুতা চুরির অভিযোগে কারখানাটির  সিকিউরিটি ইনচার্জ কালা চাঁন বিশ্বাস (৬৭) কে আটক করেছে পুলিশ।

 

রোববার (২৯ মে) রাতে তাকে বিসিক থেকে আটক করা হয়।

 

আটককৃত কালা চানঁ বিশ্বাস গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বান্ধাপাড়ার প্রফুল্ল কুমার বিশ্বাসের পু্ত্র।

 

 

এ ঘটনায় কারখানাটির সিনিয়র ম্যানেজার (এ্যাডমিন) মোঃ জাকির হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ১৫ বছর যাবৎ  আটককৃত কালা চানঁ বিশ্বাস য বিসিক ফকির এ্যাপারেলস সিকিউরিটি ইনচার্জ পদে চাকুরি করিয়া আসিতেচে। প্রায় ৭/৮ বছর যাবৎ সে  কয়েক  সহযোগীদের নিয়ে অতন্ত্য কৌশলে কারখানাটুর  সুতার গোডাউন হতে গেইট পাশ ব্যতিত সুতা  চুরি করিয়া আসিতেছিলো।  

 

রেববার (২৯মে) দুপুরে পৌনে দুইটার দিকে সানজিদা টেক্সটাইল লিমিটেডের সিল যুক্ত ৩-৪ কার্টন সুতা গেইট পাশ ব্যতিত গাড়িতে তোলার সময় কারখানাটির কতৃপক্ষের দৃস্টিগোচর হলে তাকে আটক করে পুলিশে সংবাদ দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, কারখানার লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

 

সম্পর্কিত বিষয়: