বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে না.গঞ্জ সদরে এক প্রতিবন্ধী ব্যক্তিকে চা দোকানের সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলা কার্যালয় চত্বরে প্রতিবন্ধী ব্যক্তি মীর হোসেনের হাতে চা দোকানের সামগ্রী তুলে দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটনসহ সংগঠনের অন্যানরা।
প্রতিবন্ধী ব্যক্তিদের আয়বর্ধক ক্ষুদ্র ব্যবসায় অংশগ্রহণ কর্মসূচির আওতায় অনুদান হিসাবে চা দোকানের সামগ্রী পেলেন প্রতিবন্ধী ব্যক্তি মীর হোসেন।


































