নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫

তারেক রহমানের জন্মদিনে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩১, ২০ নভেম্বর ২০২৫

তারেক রহমানের জন্মদিনে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন হাফেজি ও নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নাসিক ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মৃদুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রাসেল আহমেদ, মো. ইসরাফিল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, সদস্য গোলাম কাওছার, সিয়াম শেখ, কাজী শরিফুল ইসলাম রিফাত, রাইসুল ইসলাম রিয়াদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদস্য মো. শাহ পরাণ, সিহাব, রুবেল, আনন্দ ইসলাম রাফি, ইয়াসিন মির্জা, আব্দুর রাজ্জাক, সুজন মিয়া, রাব্বি, লিখন ও রাজু প্রমূখ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ছাত্রদল নেতা হিরা বলেন, স্বৈচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আপনারা সবাই দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেনো তিনি অতি শিঘ্রই বাংলাদেশে এসে দেশর মানুষের যে আকাঙ্খা প্রত্যাশা ও দায়িত্বভার বুঝে নিতে পারে। দোয়া ও মিলাদ শিক্ষা উপকরণ বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।##