বন্দরে সড়ক দূর্ঘটনায় মিশুক চালক খোকন মিয়া (৪৮) নিহত হলেও দূর্ঘটনা কবলিত মিশুক গাড়িটির সন্ধান পায়নি মালিক পক্ষ।
এ ঘটনায় মিশুক মালিক আরমিন আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে হারানো অটোগাড়ী সন্ধান পাওয়া জন্য বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে গত সোমবার (১৭ নভেম্বর) রাতে বন্দর থানার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে এ র্দূঘটনাটি ঘটে। নিহত মিশুক চালক খোকন মিয়া একই এলাকার মৃত ওসমান আলী ছেলে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত আহসান উল্লাহ মেয়ে আরমিন আক্তার জিবীকার তাগিদে একটি ব্যাটারিচালিত মিশুকগাড়ী ক্রয় করে ভাড়া দিয়ে আসছিল ।
এ সুবাধে গত সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় একই এলাকার মৃত ওসমান আলী ছেলে খোকন মিয়া উল্লেখিত মিশুকগাড়ীটি ভাড়া চালানোর জন্য বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা সাকিনস্থ জামানের গ্যারেজ থেকে কাজের উদ্দেশ্য বের হয়।
পরে ওই দিন রাত ৮টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মিশুক চালক খোকন ঘটনাস্থলেই নিহত হয়।
পরে দূর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এতে করে নিহতের পরিবার ও মিশুক মালিকের দৃষ্টিগোচর হয়।
পরে তারা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসলেও দূর্ঘটনা কবলিত মিশুক গাড়ীটির কোন সন্ধান পায়নি ক্ষতিগ্রস্থ্য মালিকগন।


































