আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের জনবহুল শিমরাইল মোড় এলাকায় এ গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা এনসিপির তরুণ মূখ মো: জাবেদ আলমসহ এনসিপির নেতাকর্মীরা।
এসময় তারা শিমরাইল মোড় এলাকার গনপরিবহন, ফুটপাত ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী এবং জনসাধারণের মাঝে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: জাবেদ আলম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মানুষের অধিকার এবং স্বপ্ন নিয়ে লড়ার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামী কয়েক দিনের মধ্যে প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থীতাও নির্ধারণ হয়ে যাবে। সেই কথা গুলো এবং নাগরিক পার্টির দাওয়াত নিয়ে, শাপলা কলি যে জনগনের অধিকার নিয়ে লড়তে চায় সেই কথাগুলো নিয়ে আজ আমরা লিফলেট বিতরণ করছি।
তিনি আরো বলেন, আমরা এমন একটি বার্তা সবাইকে দিতে চাচ্ছি যে, বার্তা আমরা বলতে চাচ্ছি জাতীয় নাগরিক পার্টি কিংবা শাপলা কলি মার্কায় যারা যারা লড়বে তারা প্রত্যেকে এমন একটি দেশ চায়, এমন একটি সংসদ চায়, যে সংসদে একজন সংসদ সদস্যের ক্ষমতা না, জনগণের ক্ষমতা প্রতিফলিত হবে।
একটি আসনে ৬ লাখ, ৭ লাখ যতজন ভোটার আছে প্রত্যেকটা ভোটার এমপির সমান মর্যাদা পাবে। যখন এমপি তাদের কাছে যাবে, তাদের আমানত নিয়ে তাদের সাথে কথা বলবে, তখনই মানুষ তাদের সেই মর্যাদাটা ফিল করবে। আমরা এমন একটা সমাজ চাচ্ছি, এমন একটা সংসদ চাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক, জাতীয় ছাত্র শক্তির অন্যতম নেতা ফাহিম হোসেন, জেলা জাতীয় ছাত্র শক্তির নেতা সিয়াম রেজা, তোফাজ্জল হক ফয়েজী, নারী সংগঠক সাদিয়া প্রধান, ফাহিমা, রিবু, আজির, নোমান, সিদ্ধিরগঞ্জ ছাত্র শক্তির নেতা সৈকত, নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সিয়াম হাওলাদারসহ প্রমূখ।


































