নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী

মান্নানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৪৬, ২০ নভেম্বর ২০২৫

মান্নানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে অপ-প্রচার ও ষড়যন্ত্রর হচ্ছে দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে ষড়যন্ত্রকারীদের এহেন কর্মকান্ডের প্রতিবাদ জানায়।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার তার বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের কিছু কতিপয় নেতা বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নির্যাতিত নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আমরা বলতে চাই, বিগত দিনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে পরিক্ষীত নেতা হিসেবে নেতৃত্ব পেয়েছি। আমাদের প্রাণপ্রিয় মাতা বেগম খালেদা জিয়া আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষ হাতে তুলে দিয়েছেন।

আমরা তৃনমূলের নেতাকর্মীরা বলতে চাই আমাদের সিদ্ধিরগঞ্জের মাটি থেকে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তাকে সংসদে পাঠাব।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নূরুল ইসলাম, কর্নেল, সদস্য ইঞ্জি. রাসেল, সোহাগ, রিয়াজ, প্রিন্স, সুমন, আলামিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু, টুটুল, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সিফাতুর রহমান রাজু, শাহাদাত, হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুলসহ প্রমূখ।