নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪

দেওভোগে ইমন হত্যাকাণ্ড: আদালতে এক আসামীর জবানবন্দি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০২:১৬, ২০ জুলাই ২০২১

দেওভোগে ইমন হত্যাকাণ্ড: আদালতে এক আসামীর জবানবন্দি

ফতুল্লার পশ্চিম দেওভোগে আধিপত্য ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘাতে হোসিয়ারি শ্রমিক ইমন হত্যাকান্ডের ঘটনায় রাকিব নামে এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সোমবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মোঃ মাহমুদুল মহসিনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এবং গ্রেপ্তারকৃত এজাহারনামীয়  অপর দুই আসামী হান্নান ও রুজেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে  ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশিক ইমরান জানান, ইমন হত্যা মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত তিন জনের মধ্যে গ্রেপ্তারকৃত  রাকিব ঘটনার সাথে জড়িত থাকাার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি  দিয়েছে। গ্রেপ্তারকৃত এজাজারনামীয় অপর দুই আসামী হান্নান ও রুজেলকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৭দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত  ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

 

উল্লেখ্য যে, এলাকায় প্রভাব বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে গত শনিবার রাতে ফতুল্লার দেওভোগে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নিহত হয় হোসিয়ারি শ্রমিক  ইমন (২১)।

 

এ ঘটনায় নিহত ইমনের ভাই সবুজ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামী করে রোববার (১৮ জুলাই) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী ফতুল্লার পশ্চিম দেওভোগের দেলোয়ার লিটনের পুত্র হান্নান  (২২), একই এলাকার বাবুলের পুত্র রাকিব (২১) ও সুমনের পুত্র রুজেলকে (২৫) গ্রেপ্তার।

সম্পর্কিত বিষয়: