নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

ফতুল্লায় গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৪, ২৬ নভেম্বর ২০২১

ফতুল্লায় গাঁজাসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরে দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কালু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ নয়ামটি ভাবীর বাজার এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে মো. ইমতিয়াজ হোসেন কালু এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মনিকা বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. আশিক। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।