নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে জিলাপি তৈরীতে কাপড়ের রং, অর্ধলক্ষ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩১, ২০ এপ্রিল ২০২২

সিদ্ধিরগঞ্জে জিলাপি তৈরীতে কাপড়ের রং, অর্ধলক্ষ টাকা জরিমানা 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরী করার অভিযোগে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে “বন্ধু সুইটমিট এন্ড হোটেলকে” অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।  


মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  উক্ত অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


এ বিষয়ে সেলিমুজ্জামান বলেন, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জর সোনামিয়া বাজার এলাকায় জিলাপিকে আকর্ষণীয় করার জন্য কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরী এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরীর দায়ে বন্ধু সুইটমিট হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৩০ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানাসহ মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


এছাড়াও ভোক্তাদের সচেতন করার জন্য লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় বলে জানান তিনি।