নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে ওষুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৩, ৩১ মে ২০২২

সিদ্ধিরগঞ্জে ওষুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে এক ঔষধ ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

 

মঙ্গলবার (৩১ মে) সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংকালে জাহাঙ্গীর ফার্মেসীকে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। 


অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


মো. সেলিমুজ্জামান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় জাহাঙ্গীর ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 


এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক এবং নির্দেশনা প্রদান করা হয়েছে।