নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জে অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি, ২ দোকানীকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩০, ৩ জুলাই ২০২২

সিদ্ধিরগঞ্জে অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি, ২ দোকানীকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্ধারিত মুল্যের অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ২ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক সিদ্ধিরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও পরিদর্শন কালে এ জরিমানা আদায় করা হয়। 


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষি অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য সতর্ক এবং নির্দেশনা প্রদান করা হয়।


এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়নগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, পরিদর্শন কালে নির্ধারিত মুল্যের অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় সিদ্ধিরগঞ্জের আদমজী সোনা মিয়া বাজারে রানা স্টোরকে দুই হাজার টাকা এবং হাজী রমিজ উদ্দিন স্টোরকে দুই হাজার টাকা মোট ৪০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  এ অভিযান অব্যাহত থাকবে। 

 

তিনি আরও জানান, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের মুল্য ৬ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১লিটার খোলা তেল যার মূল্য ১৮০ টাকা, ১ লিটার বোতলজাত তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার বোতলজাত মূল্য ৯৮০ টাকা নির্ধারন করেছে। এ মুল্য গত গত ২৭ জুন ২০২২ ইং তারিখ থেকে কার্যকর হয়েছে।