
সোনারগাঁয়ে সুনামধন্য প্রতিষ্ঠান ডা:শরীফ ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি সেন্টার এর উদ্যোগে ১লা অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিম সনমান্দী মাদরাসা মাঠে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডি প্লাস টুথপেষ্ট এর সার্বিক সহযোগিতায় সনমান্দী ইউনিয়ন এর পশ্চিম সনমান্দী মোহাম্মাদিয়া (সা.) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় আজ ৩শতাধিক সর্ব শ্রেণীর বয়সের মানুষকে ফ্রি দাতের চিকিৎসা করেন ডাঃ মীর শরীফুল আলম ও তার সহযোগীরা।