নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

জেলা প্রশাসনের উদ্যোগে লায়লী (রঃ) দরবার শরীফে চাল ও কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:০৯, ৩ মার্চ ২০২৩

জেলা প্রশাসনের উদ্যোগে লায়লী (রঃ) দরবার শরীফে চাল ও কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে  লায়লী মায়ের দরবার শরীফে গরিব দুঃস্থদের মাঝে কম্বল ও চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় পঞ্চবটি-মুক্তারপুর সড়কের চর সৈয়দপুরে অবস্থিত মাজার প্রাঙ্গণে ২ টন চাল ও ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়। এসব চাল ও কম্বল সংগ্রহ করেছে ভক্ত, অনুসারীসহ স্থানীয়রা। 


মাজারের খাদেম মো. মনোয়ার আলীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আবদুল বাতেন,আলমগীর, শফিকুল, জাহাঙ্গীর পাগল, ইলিয়াজ, মশারফ, আরমান, আব্দুল মোতালেব। 


বিতরণের পূর্বে মাজারের খাদেম মো. মনোয়ার আলী জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মা লায়লী দরবার শরীফের ভক্ত ও অনুসারীদের মাঝে বিতরণের জন্য ২৫০ পিস কম্বল দিয়েছে। একই সাথে চাল দেওয়া হয়েছে। সেগুলো বিতরণ করা হলো। জেলা প্রশাসনের এমন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান মাজার কমিটি।
 

সম্পর্কিত বিষয়: