নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ মে ২০২৪

একটি পরিবারও গৃহহীন থাকবে না : ডিসি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪০, ১৫ মার্চ ২০২৩

একটি পরিবারও গৃহহীন থাকবে না : ডিসি 

একটি পরিবারও গৃহহীন থাকবে এমন মন্তব্য করে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা নিতান্তই প্রশংসার দাবীদার। তিনি কাজ করে যাচ্ছেন দেশের স্বার্থে। কাজ করে যাচ্ছেন জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে। 


মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণ বাসনের লক্ষ্যে ৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্ভোধনের মাধ্যমে জমিসহ গৃহ প্রধান কার্যক্রম এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 
এসময় তিনি আরও বলেন শুধু ভূমিহীন নয় যারা নিতান্তই অসহায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ও করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার (১৫ মার্চ) বিকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্প মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. সাকিব আল রাব্বি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচএম সালাউদ্দিন মঞ্জু।


সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের তাঞ্জিমা আঞ্জুম সোহানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের সাজ্জাদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আাসাদুল ইসলামসহ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: