নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ মে ২০২৪

শীতলক্ষ্যায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৯, ৪ জুন ২০২৩

শীতলক্ষ্যায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরের ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে রোববার (৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ও বানিয়াদি এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়।

 

এসময় মুড়াপাড়া ও বানিয়াদি এলাকার বিল্লালের ঘাট, জব্বার মেম্বারের বালুর গদি, এলাইট জুট মিলের স্থাপনা, পাচটি বাঁশের জেটি, আর পাচটি টিনের স্থাপনা উচ্ছেদ।


বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, শীতলক্ষ্যা নদীর দুই তীরে প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা করে দখলে নিয়েছেন। আর ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করবে বিআইডব্লিউটিএ।

 

এই অভিযান টানা ছয় দিন চলবে। প্রথম দিনে বালুর গদি, জুট মিলের স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও পাঁচটি টিনেরঘরসহ প্রায় ২৫ টির মত স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। 


উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক এহতেশামুল পারভেজ, গাজী মোহাম্মদ আবদুল মোতালিব, সহকারী সমন্বয় কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আরো অনেকে।