নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

ফতুল্লায় দুটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৮, ১৪ জুন ২০২৩

ফতুল্লায় দুটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের গিরিধারা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ওই দু’টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। 


নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো: ফারাজ বিন এনাম এর নেতৃত্বে বুধবার বেলা ১২ টা থেকে জাহান ফুড এন্ড এগ্রো ও মদিনা ফুড এন্ড এগ্রো নামের বিস্কুট কারখানায় এ অভিযান চালানো হয়। 


এ সময় তিতাস গ্যাস এর ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো: মশিউর রহমান, নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো: মুস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান, ফতুল্লা জোনের উপ-ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো: মশিউর রহমান জানান, গিরিধারা এলাকায় অবস্থিত জাহান ফুড এন্ড এগ্রো ও মদিনা ফুড এন্ড এগ্রো নামের বিস্কুট কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়েছিল মালিক পক্ষ।

 

বুধবার বেলা ১২টা থেকে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন সহ বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও গ্যাসের স্থাপনা জব্দ করা হয়।

 

এছাড়া প্রতিষ্ঠান দুটিকে দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিতাসের এই অভিযান নিয়মিত চলবে। অবৈধ গ্যাস ব্যবহার ও খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অবিচল আছি।